ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ঘোষণা দিয়েছেন, তার দেশ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে স্বাধীন প্যালেস্টাইন রাষ্ট্রকে আনুষ্ঠানিক স্বীকৃতি দেবে। এই ঘোষণায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।
ম্যাক্রোঁর এমন অবস্থানকে “শান্তি প্রক্রিয়ার জন্য ক্ষতিকর” আখ্যা দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, “ফ্রান্সের এই একপাক্ষিক সিদ্ধান্ত শুধু হামাসকে উৎসাহিত করবে এবং মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা বাড়াবে।”
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, “এটি এক ধরনের সন্ত্রাসকে পুরস্কৃত করার শামিল। যারা নিরাপত্তাহীনতা সৃষ্টি করছে, তাদের পক্ষ নেওয়া হচ্ছে এই সিদ্ধান্তে।” ইসরায়েল আরও দাবি করেছে, এই স্বীকৃতি ইরানপন্থী গোষ্ঠীগুলোর জন্য সুযোগ তৈরি করে দিতে পারে।
অন্যদিকে হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষ ফ্রান্সের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তারা একে “প্যালেস্টিনি জনগণের স্বতঃসিদ্ধ অধিকার প্রতিষ্ঠার পথে সাহসী পদক্ষেপ” হিসেবে উল্লেখ করেছে।
বিশ্লেষকরা মনে করছেন, ফ্রান্সের এই পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। এটি মধ্যপ্রাচ্যের শান্তি ও রাজনীতিতে নতুন ধারা তৈরি করতে পারে। উল্লেখ্য, এর আগে স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ডও প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়।
জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে ১৪০টির বেশি দেশ ইতোমধ্যে প্যালেস্টাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ফ্রান্স এই প্রথম জি৭ (G7) সদস্য দেশ হিসেবে সরাসরি এ পথে এগোল।
বিশ্বজুড়ে এই ঘোষণার তাৎপর্য নিয়ে আলোচনা চলছে, বিশেষ করে এমন সময় যখন গাজা এবং পশ্চিম তীরে সহিংসতা ও মানবিক সংকট ক্রমেই ঘনীভূত হচ্ছে।