পদত্যাগ নিয়ে সিদ্ধান্ত সরকারের: শিক্ষা উপদেষ্টা সি আর আবরার

পদত্যাগের বিষয়ে সরকারের ওপর দায় দিয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরার জানিয়েছেন, সরকার যদি মনে করে তার দায়িত্ব পালনে কোনো ঘাটতি রয়েছে, সেক্ষেত্রে তাকে সরে যেতে বললে তিনি তা মেনে নেবেন। তবে ব্যক্তিগতভাবে পদত্যাগ করার ইচ্ছা তার নেই, কারণ নিজের কাজের মধ্যে কোনো ভুল দেখছেন না তিনি।

বুধবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব মন্তব্য করেন তিনি। তার আগে তিনি জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের সঙ্গে একটি বৈঠক করেন।

শিক্ষার্থীদের আন্দোলনের প্রেক্ষিতে শিক্ষা সচিবকে সরিয়ে দেওয়ার পর সাংবাদিকরা জানতে চান— এবার শিক্ষা উপদেষ্টা হিসেবে তার পদে থাকা উচিত কিনা। উত্তরে তিনি বলেন, এ সিদ্ধান্ত সরকারই নেবে। তিনি বলেন, “সিস্টেম অনুযায়ী যা যা করা দরকার, তা আমি করেছি। কোনো অব্যবস্থাপনা হয়েছে বলে আমি মনে করি না।”

শিক্ষা সচিবকে পদ থেকে অব্যাহতি দেওয়া প্রসঙ্গে তিনি জানান, এটি একটি উচ্চপর্যায়ের সিদ্ধান্ত এবং সে প্রক্রিয়ার সঙ্গে তিনি জড়িত ছিলেন না। কেন অব্যাহতি দেওয়া হয়েছে, সে বিষয়েও তিনি কিছু জানেন না বলে মন্তব্য করেন।

নিজ থেকে পদত্যাগ করবেন কি না এমন প্রশ্নে কিছুটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান উপদেষ্টা। বলেন, “আপনি আমাকে জেরা করতে পারেন না। আমার নিয়োগপত্র আছে, সরকার যদি মনে করে আমি অযোগ্য, তারা বললে আমি চলে যাবো। তবে আমার কাজের মধ্যে ব্যত্যয় হয়েছে বলে আমি নিজে মনে করি না।”

তিনি আরও বলেন, “আমার এখানে আঁকড়ে থাকার কিছু নেই, নিজেকে সঠিক প্রমাণ করারও কিছু নেই। ঘটনা যেভাবে ঘটেছে, আমি সেভাবেই ব্যাখ্যা দিয়েছি। এখন সেটা ঠিক না বেঠিক, তা সাংবাদিক ও জনগণই বিচার করবে।”

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top