নির্বাচন কমিশন (ইসি) আসন্ন নির্বাচনগুলোতে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে গণমাধ্যমকর্মীদের জন্য নতুন নীতিমালা, ২০২৫ জারি করেছে। বুধবার (২৩ জুলাই) ইসি সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এই নীতিমালায় ভোটকক্ষ থেকে সরাসরি সম্প্রচার এবং গোপনকক্ষের (বুথ) ভেতরে ছবি তোলার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইসি জানিয়েছে, সংসদ ও স্থানীয় নির্বাচন উভয়ের জন্যই এই সাংবাদিক নীতিমালা প্রযোজ্য হবে। এর আওতায় দেশের অনুমোদিত প্রিন্ট, টেলিভিশন, নিউজ পোর্টাল, আইপিটিভি, ফ্রিল্যান্স সাংবাদিক, আন্তর্জাতিক সংস্থা এবং বিদেশি সাংবাদিকদের জন্য কার্ড ও গাড়ির স্টিকার ইস্যু করা হবে। এজন্য নির্বাচনের এক সপ্তাহ আগে আবেদনের মাধ্যমে ইসি সচিবালয় এবং রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে সংশ্লিষ্টদের সাংবাদিক পাস কার্ড, গাড়ি ও মোটরসাইকেলের স্টিকার সংগ্রহ করতে হবে।
ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে এই নীতিমালা জারি করা হলেও, স্থানীয় সরকারের জেলা, উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং সিটি কর্পোরেশন নির্বাচনেও একই নীতিমালা কার্যকর থাকবে বলে ইসি নিশ্চিত করেছে।
নীতিমালার মূল বিষয়বস্তু:
নতুন নীতিমালা অনুযায়ী, কার্ডধারী সাংবাদিকরা সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। এরপর প্রিজাইডিং কর্মকর্তাকে অবহিত করে তারা তথ্য, ছবি ও ভিডিও সংগ্রহ করতে পারবেন। তবে, গোপন কক্ষের (যেখানে ভোটাররা ভোট দেন) কোনো ছবি তোলা যাবে না।
এছাড়া, একই সময়ে দুটির বেশি সংবাদমাধ্যম ভোটকক্ষে প্রবেশ করতে পারবে না এবং কোনো সংবাদমাধ্যম ভোটকক্ষে ১০ মিনিটের বেশি অবস্থান করতে পারবে না। ভোটকক্ষের ভেতর থেকে কোনো ধরনের সাক্ষাৎকার নেওয়া যাবে না, এবং সরাসরি সম্প্রচারও নিষিদ্ধ করা হয়েছে। সরাসরি সম্প্রচার করতে হলে ভোটকক্ষ থেকে নিরাপদ দূরত্বে করতে হবে।
ভোট গণনার সময় গণমাধ্যমকর্মীরা উপস্থিত থাকতে পারবেন এবং সেই সময়ে ছবি তোলা যাবে, তবে তখনো সরাসরি সম্প্রচার করা যাবে না। ভোটকক্ষ থেকে কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমেও সরাসরি সম্প্রচার করা যাবে না বলে নীতিমালায় সুস্পষ্ট নির্দেশনা রয়েছে।