উত্তরায় বিমান বিধ্বস্তে নিহত ২৯, আহতদের চিকিৎসায় সিঙ্গাপুরের মেডিকেল টিম আসছে

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৯ জনে দাঁড়িয়েছে। আজ মঙ্গলবার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট পরিদর্শনকালে অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্বাস্থ্য উপদেষ্টা জানান, গতকাল সোমবার চোখের অপারেশন শেষে তিনি ঘটনার খবর পেয়ে কম্বাইন্ড মিলিটারি হাসপাতালে (সিএমএইচ) যান। সেখানে ১১ জনের মরদেহ ও ১৭ জন আহত অবস্থায় ভর্তি রয়েছে বলে জানতে পারেন। বিমানের পাইলটসহ দুজন সিএমএইচে মৃত্যুবরণ করেন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে জনসমাগমের কারণে আহতদের দ্রুত হাসপাতালে নিতে বিলম্ব হয়েছে। ভিড় কম থাকলে আরও দ্রুত চিকিৎসা দেওয়া সম্ভব হতো।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) সর্বশেষ তথ্য অনুযায়ী, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত নিহতের সংখ্যা ৩১ ও আহত ১৬৫ জন। তবে লুবানা হাসপাতালে দুই শিশুকে মৃত অবস্থায় নেওয়া হলেও তাদের রেকর্ড হাসপাতাল ব্যবস্থায় নেই বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান জানান, জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে বর্তমানে ৬৯ জন আহত চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া এখনও ৬টি লাশ অজ্ঞাতনামা রয়েছে, যার মধ্যে ৪ জনের স্বজনরা এসেছেন।

চিকিৎসা সহায়তা হিসেবে সিঙ্গাপুর থেকে একটি মেডিকেল টিম আজ রাতেই ঢাকায় আসবে বলে জানানো হয়েছে। এই টিমে একজন সিনিয়র কনসালট্যান্ট ও দুজন নার্স থাকবেন। তারা আগামীকাল থেকে আহতদের চিকিৎসায় সহায়তা করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top