তিন ম্যাচ সিরিজের টানটান উত্তেজনাময় শেষ টি-টোয়েন্টিতে আজ (বুধবার, ১৬ জুলাই ২০২৫) শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচটি, যেখানে সিরিজ ১-১ সমতায় থাকায় বিজয়ী দলই তুলে নেবে ট্রফি।
ওয়ানডে ও টেস্ট সিরিজে হারের পর টি-টোয়েন্টি সিরিজ জয় বাংলাদেশের জন্য অনেকটাই সম্মান রক্ষার লড়াই হিসেবে বিবেচিত হচ্ছে। পাশাপাশি, শ্রীলঙ্কা সফরের শেষটা ইতিবাচকভাবে রাঙানোর এটি এক বড় সুযোগ।
প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক শ্রীলঙ্কার কাছে ৭ উইকেটে হেরে গেলেও, দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ। অধিনায়ক লিটন দাসের ৫০ বলে ঝোড়ো ৭৬ রানের ইনিংস এবং রিশাদ হোসেনের নেতৃত্বে বোলারদের সম্মিলিত পারফরম্যান্সে বাংলাদেশ ৮৩ রানের এক বিশাল জয় তুলে নিয়েছিল, যা তাদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দিয়েছে। এই ম্যাচে শ্রীলঙ্কা মাত্র ৯৪ রানে গুটিয়ে গিয়েছিল, যা তাদের টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন দলীয় সংগ্রহ।
আজকের এই সিরিজ নির্ধারণী ম্যাচে উভয় দলই জয়ের ধারা ধরে রেখে সিরিজ নিজেদের করে নিতে বদ্ধপরিকর। বিশেষ করে দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ব্যাটিং ও বোলিং কম্বিনেশন বেশ আশাব্যঞ্জক ছিল, যা আজকের ম্যাচেও ধরে রাখার চেষ্টা করবে টাইগাররা। এই ফাইনালধর্মী লড়াইয়ে কোন দল শেষ হাসি হাসে, সেটাই এখন দেখার বিষয়।
আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, কলম্বোতে আজ রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ম্যাচের ফলাফলে প্রভাব ফেলতে পারে।