আল জাজিরার সূত্র অনুযায়ী, ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় আরও অন্তত ১৯ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ইসরায়েলি সেনারা আবারও ত্রাণ সহায়তা প্রতাশীদের নিশানা করেছে বলে জানা গেছে, যার ফলে হাসপাতালগুলো আহতদের সামলাতে হিমশিম খাচ্ছে।এর মধ্যেই হামাস জানিয়েছে যে, তারা ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে “অবিলম্বে” আলোচনা শুরু করতে প্রস্তুত। এই যুদ্ধবিরতি গাজায় জরুরি ত্রাণ পৌঁছানোর সুযোগ করে দেবে। হামাসের মিত্র ইসলামিক জিহাদও যুদ্ধবিরতির আলোচনাকে সমর্থন জানিয়েছে, তবে তারা প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করার জন্য “নিশ্চয়তা” দাবি করেছে।
এই ঘোষণা এমন এক সময়ে এলো যখন হামাস অন্যান্য ফিলিস্তিনি দলগুলোর সাথে আলোচনা করেছে এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সোমবার ওয়াশিংটন সফরের আগে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২১ মাস ধরে চলা এই যুদ্ধের অবসানের জন্য চাপ দিচ্ছেন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গাজায় ইসরায়েলের হামলায় এ পর্যন্ত অন্তত ৫৭,২৬৮ জন নিহত এবং ১৩৫,৬২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে প্রায় ১,১৩৯ জন নিহত হয়েছিলেন এবং ২০০ জনেরও বেশি মানুষকে বন্দি করা হয়েছিল।