শাহজালাল বিমানবন্দরে যুব ও ক্রীড়া উপদেষ্টার ব্যাগে ম্যাগাজিন: ব্যাখ্যা দিলেন আসিফ মাহমুদ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়ার ব্যাগে একটি লাইসেন্সপ্রাপ্ত আগ্নেয়াস্ত্রের ম্যাগাজিন (গুলিবিহীন) পাওয়া যাওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। এ বিষয়ে তিনি নিজেই ব্যাখ্যা দিয়ে জানান, এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত একটি ভুল।

রোববার (২৯ জুন) সকালে টার্কিশ এয়ারলাইনসের TK-713 ফ্লাইটে তুরস্ক হয়ে মরক্কোর মারাকেশে অনুষ্ঠিতব্য ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ অংশ নিতে যাচ্ছিলেন তিনি। এ সময় স্ক্যানিংয়ে তার ব্যাগে একটি ম্যাগাজিন ধরা পড়ে, যেটি তিনি পরে নিজে থেকে তার প্রোটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করেন।

রাতেই নিজের ব্যক্তিগত ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে আসিফ মাহমুদ বলেন, “নিরাপত্তার স্বার্থে আমার একটি লাইসেন্সকৃত অস্ত্র আছে। ভোরে দ্রুত প্যাকিং করতে গিয়ে ম্যাগাজিনটি ভুলবশত ব্যাগে থেকে যায়। গুলিবিহীন একটি ম্যাগাজিন দিয়ে কারও ক্ষতি করা সম্ভব নয় এবং এটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত ছিল।”

তিনি বলেন, “যারা সমালোচনা করছেন, তাদের জানাতে চাই— যদি আমার ইচ্ছা থাকত, তাহলে অস্ত্রসহই যেতাম। আমি নিয়ম মেনেই আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়েছি, কোনো অবৈধ কিছু ছিল না। এটি নিয়ে যে বিভ্রান্তি বা গুজব ছড়ানো হচ্ছে, তা অনভিপ্রেত।”

সংবাদপত্রে চাপ দিয়ে কোনো প্রতিবেদন সরানোর অভিযোগও তিনি অস্বীকার করেছেন। তিনি জানান, “আমি ঘটনার সময় থেকেই টানা দীর্ঘ ফ্লাইটে ছিলাম। কারো সঙ্গে যোগাযোগের সুযোগ ছিল না। দেশে ফিরেই দেখি, ঘটনাটি নিয়ে অনেক আলোচনা হচ্ছে।”

আসিফ মাহমুদ আরও বলেন, যারা বৈধভাবে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিতে চান, তারাও দেশের প্রচলিত নিয়ম অনুসরণ করে তা করতে পারেন। ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার অধিকার প্রতিটি নাগরিকেরই রয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top