রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার (২৮ জুন) ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন দফা দাবিতে এক বিশাল সমাবেশের আয়োজন করেছে। তাদের প্রধান দাবিগুলো হলো সংস্কার, বিচার এবং পিআর (সংখ্যানুপাতিক ভোটে) পদ্ধতিতে নির্বাচন।
সকাল থেকেই ঢাকা ও আশপাশের এলাকা থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাজার হাজার নেতাকর্মী বাস ও হেঁটে সোহরাওয়ার্দী উদ্যানের দিকে আসতে শুরু করেন। উদ্যানের বিভিন্ন গেট দিয়ে খণ্ড খণ্ড মিছিল নিয়ে ইতোমধ্যেই সমাবেশস্থলে যোগ দিয়েছেন লাখো নেতাকর্মী।
১০ লাখ মানুষের সমাগমের প্রত্যাশা
পূর্বঘোষিত এই মহাসমাবেশ সফল করতে দলটির নেতারা সব প্রস্তুতি সম্পন্ন করেছেন। তারা আশা করছেন, আজকের সমাবেশে ১০ লাখ মানুষের সমাগম ঘটবে। এই সমাবেশকে সফল করতে দেশের বিভিন্ন মহানগর, জেলা ও উপজেলায় ব্যাপক প্রচার ও গণসংযোগ চালানো হয়েছে। জাতীয় নেতাদের উপস্থিতিতে এই সমাবেশকে একটি মিলনমেলায় পরিণত করতে চায় ইসলামী আন্দোলন।
নেতৃত্ব ও আয়োজনের বিস্তারিত
দলের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম (চরমোনাই পীর) সমাবেশে সভাপতিত্ব করবেন। ইসলামী আন্দোলন ছাড়াও বিভিন্ন দলের শীর্ষ নেতারা এতে বক্তব্য দেবেন। দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও, তার আগে থেকেই আঞ্চলিক নেতারা বক্তব্য দেওয়া শুরু করেছেন।
দলটির যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, সোহরাওয়ার্দী উদ্যানের এই সমাবেশকে ঘিরে জাতীয় নেতাদের একটি মিলনমেলা হতে চলেছে। সমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে দলের সিনিয়র নায়েবে আমির সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীমকে আহ্বায়ক করে ২৪ সদস্যের একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এছাড়া, আয়োজনের জন্য ১২টি উপকমিটিও গঠন করা হয়েছে।