নিউইয়র্ক সিটির মেয়র পদের ডেমোক্রেটিক প্রাইমারিতে এক বড় ধরনের অপ্রত্যাশিত ফলাফল দেখা গেছে। রাজ্যের অ্যাসেম্বলি সদস্য জোহরান মামদানি সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমোকে পরাজিত করেছেন। এই জয় তাকে নভেম্বরের সাধারণ নির্বাচনে মেয়র পদে ডেমোক্রেটিক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার পথ প্রশস্ত করেছে।
প্রাথমিক ফলাফল অনুযায়ী, ৩৩ বছর বয়সী মামদানি বড় ব্যবধানে এগিয়ে আছেন। তবে র্যাংকড চয়েস ভোটিং পদ্ধতির কারণে চূড়ান্ত ফলাফল জানতে আরও কয়েক সপ্তাহ লাগতে পারে। নির্বাচিত হলে মামদানি নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম ও প্রথম ভারতীয় বংশোদ্ভূত মেয়র হবেন।
৬৭ বছর বয়সী কুমো তার পরাজয় স্বীকার করে বলেন, “আজকের রাত মামদানির।” ২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে গভর্নর পদ থেকে ইস্তফা দেওয়ার পর কুমো রাজনীতিতে ফেরার চেষ্টা করছিলেন।
মামদানির নির্বাচনী ইশতেহারে রয়েছে বিনামূল্যে বাস সার্ভিস, সর্বজনীন শিশু পরিচর্যা এবং ধনীদের ওপর নতুন কর বসিয়ে ভর্তুকিপ্রাপ্ত বাসাবাড়ির ব্যবস্থা করা। তিনি তার প্রচারণায় উর্দু ও স্প্যানিশ ভাষায় ভিডিও বার্তা দিয়েছিলেন, যা নিউইয়র্কের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর কাছে সাড়া ফেলেছে।
রাজনৈতিক বিশ্লেষকরা এই ফলাফলকে নিউইয়র্ক সিটির রাজনীতিতে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখছেন। মামদানিকে সমর্থন দিয়েছিলেন কংগ্রেসওম্যান আলেকজান্দ্রিয়া ওকাসিও-কর্টেজ এবং সিনেটর বার্নি স্যান্ডার্সের মতো প্রগতিশীল নেতারা।
মামদানির বাবা-মা উভয়েই খ্যাতিমান ব্যক্তি। তার মা মীরা নায়ার একজন পুরস্কার বিজয়ী চলচ্চিত্র নির্মাতা এবং বাবা মাহমুদ মামদানি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ২০২০ সালে কুইন্সের একটি জেলা থেকে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলিতে নির্বাচিত হন মামদানি।