ইরান-ইসরাইল সংঘাত: যুদ্ধবিরতির আলোচনার মাঝেই বীরশেভায় ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ৩

ইরানের ছোড়া একাধিক ক্ষেপণাস্ত্র ইসরাইলের দক্ষিণাঞ্চলীয় শহর বীরশেভায় আঘাত হানার পর অন্তত তিনজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলি গণমাধ্যম।

এর কিছু সময় আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান ও ইসরাইল যুদ্ধবিরতির বিষয়ে একমত হয়েছে এবং এটি “১২ দিনের যুদ্ধ”-এর সমাপ্তি টানবে। তবে ইরান এ দাবিকে অস্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইসরাইল যদি স্থানীয় সময় ভোর ৪টার (০০:৩০ GMT) মধ্যে তার “অবৈধ আগ্রাসন” বন্ধ করে, তাহলে ইরানও হামলা স্থগিত রাখবে। তবে এখনো পর্যন্ত ইসরাইল সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

এদিকে, ইরানের প্রতিশোধমূলক পদক্ষেপ হিসেবে কাতারের একটি মার্কিন ঘাঁটির ওপরও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে বলে জানানো হয়। ঐ ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন রয়েছে।

এ পর্যন্ত সংঘাতে ইরানে ৪০০ জনের বেশি নিহত হয়েছেন, যাদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে বলে দাবি করেছে তেহরান। আহত হয়েছেন অন্তত ৩,০৫৬ জন। অন্যদিকে ইসরাইলে ইরানি হামলায় নিহত হয়েছেন অন্তত ২৪ জন। সূত্র- আলজাজিরা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top