মার্কিন সামরিক বাহিনীর সরাসরি হামলার পর প্রথমবারের মতো প্রতিক্রিয়া দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। তিনি বলেন, “সিয়োনিস্ট শত্রুদের এই আগ্রাসনের উপযুক্ত জবাব দেওয়া হবে।”
একইসাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বক্তব্যে ইঙ্গিত দেন, ইরানে ‘শাসনব্যবস্থার পরিবর্তন’ অনিবার্য হতে পারে। তিনি বলেন, “যদি বর্তমান সরকার ইরানকে শক্তিশালী ও সম্মানজনক রাষ্ট্রে পরিণত করতে ব্যর্থ হয়, তাহলে সেই সুযোগ নতুন নেতৃত্বের হাতেই যাবে।”
ইসরায়েল ও ইরান পরস্পর হামলা চালিয়ে যাচ্ছে। এর মাঝে ইরানি প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান বলেন, “আমেরিকার এই আগ্রাসনের জবাব অবশ্যই দেওয়া হবে।”
তবে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা (IAEA) জানিয়েছে, ফোর্দো, নাটানজ ও ইসফাহান পারমাণবিক স্থাপনায় মার্কিন হামলার পর এখন পর্যন্ত আশপাশের এলাকায় তেজস্ক্রিয়তার মাত্রা বাড়ার কোনো প্রমাণ পাওয়া যায়নি।
গত ১৩ জুন থেকে ইসরায়েলের হামলায় ইরানে ৪০০’র বেশি মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৩,০৫৬ জন। অন্যদিকে, ইরানে চালানো পাল্টা হামলায় ইসরায়েলে প্রাণ হারিয়েছেন অন্তত ২৪ জন।
সূত্র- আলজাজিরা