সংবিধান লঙ্ঘন এবং বিগত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারসহ মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করেছে বিএনপি।
রোববার (২২ জুন) সকাল ১১টার দিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সালাহউদ্দিন খানের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে অভিযোগপত্র জমা দেয়।
সালাহউদ্দিন খান জানান, এ অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। একইসঙ্গে তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার, অন্য কমিশনারগণ এবং নির্বাচন কমিশনের কিছু সচিবসহ মোট ১৯ জনের বিরুদ্ধে নির্বাচন পরিচালনায় গুরুতর অনিয়ম, কারচুপি ও সংবিধান লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
তিনি বলেন, “এই তালিকা এখনো চূড়ান্ত নয়। তদন্তের অগ্রগতির ভিত্তিতে নতুন নাম যুক্ত হতে পারে। বিশেষ করে জেলা ও উপজেলা পর্যায়ের যারা নির্বাচনী অনিয়মে সম্পৃক্ত ছিলেন, তারাও অভিযুক্ত হিসেবে অন্তর্ভুক্ত হবেন।”
এর আগে নির্বাচন সংস্কার কমিশনের এক প্রতিবেদনে নির্বাচনী জালিয়াতির অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছিল।
উল্লেখযোগ্যভাবে, ২০১৪ সালের দশম জাতীয় নির্বাচন কার্যত একতরফা অনুষ্ঠিত হয়। আর ২০১৮ সালের একাদশ জাতীয় নির্বাচনে ভোটের আগের রাতে ব্যাপকভাবে ব্যালটে সিল মারা, কেন্দ্র দখল ও জাল ভোট দেওয়ার অভিযোগ ওঠে। সেই নির্বাচনে মহাজোট ২৮৮টি আসনে জয় পায়, যেখানে বিএনপি নেতৃত্বাধীন ঐক্যফ্রন্ট মাত্র ৮টি আসনে বিজয়ী হয়।
সে সময়কার নির্বাচন কমিশনের প্রধান ছিলেন কে এম নুরুল হুদা। কমিশনার ছিলেন মো. রফিকুল ইসলাম, কবিতা খানম এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী। অন্য কমিশনার মাহবুব তালুকদার পরবর্তীতে ইন্তেকাল করেন।
এরপর দায়িত্ব নেয় হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এই কমিশনের অধীনে হওয়া স্থানীয় সরকার নির্বাচনে ‘আমি বনাম ডামি’ রূপে নির্বাচনের নিন্দা হয়েছে বিভিন্ন মহলে। ভোটের হার নিয়েও বিতর্ক সৃষ্টি হয়—প্রথমে ২৮% ভোটার উপস্থিতির কথা জানালেও, পরে সেটি বাড়িয়ে ৪০% ঘোষণা করা হয়, যা স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে।
ছাত্র-জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারের পতনের পর এ বিষয়ে জবাবদিহির দাবি জোরালো হচ্ছে। বর্তমানে হাবিবুল আউয়ালসহ অনেক সাবেক নির্বাচন কমিশনার লোকচক্ষুর আড়ালে রয়েছেন বলে বিএনপির অভিযোগ।