যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের ফোর্ডো, নাটানজ ও ইসফাহান পরমাণু স্থাপনাগুলোর ওপর দেশটির সেনাবাহিনী “খুবই সফল” হামলা চালিয়েছে। তিনি ইরানকে পাল্টা প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকতে কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, “মনে রাখবেন, এখনো অনেক লক্ষ্য অবশিষ্ট রয়েছে।”
তেহরান হামলার বিষয়টি নিশ্চিত করলেও ইরানি পার্লামেন্ট স্পিকারের জ্যেষ্ঠ উপদেষ্টা মাহদি মোহাম্মাদি জানান, ফোর্ডো স্থাপনাটি অনেক আগেই খালি করে ফেলা হয়েছে এবং এতে কোনো স্থায়ী ক্ষয়ক্ষতি হয়নি।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই অভিযানে ট্রাম্পের “সাহসী সিদ্ধান্ত”-এর প্রশংসা করে বলেন, “যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সম্পূর্ণ সমন্বয়ের মাধ্যমে এই অভিযান পরিচালনা করেছে।”
ইরানি কর্তৃপক্ষ দাবি করেছে, ১৩ জুন থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত দেশটিতে প্রাণ হারিয়েছেন ৪০০ জনের বেশি এবং আহত হয়েছেন প্রায় ৩,০৫৬ জন। অপরদিকে, ইরানের পাল্টা হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছে।