প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, নির্বাচন কমিশনের আইনগত স্বাধীনতা থাকা সত্ত্বেও একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে সরকারের সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, নির্বাচন কমিশনের কার্যক্রম বাস্তবায়নে প্রশাসনের সক্রিয় অংশগ্রহণ অপরিহার্য।
শনিবার রাজধানীর আগারগাঁওয়ে অনুষ্ঠিত নির্বাচনী আইন ও বিধি বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিইসি নাসির উদ্দিন জানান, আসন্ন জাতীয় নির্বাচনের সময়সূচি যথাসময়ে ঘোষণা করা হবে। এ বিষয়ে কমিশনের নিজস্ব একটি পরিকল্পনা রয়েছে এবং সেই অনুযায়ী কাজ এগিয়ে চলছে।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকারের সঙ্গে নির্বাচন কমিশনের সমন্বয় রয়েছে এবং প্রক্রিয়াটি চলমান। তবে এখনই বিস্তারিত তফসিল প্রকাশের সময় হয়নি। নির্ধারিত সময়েই তা জানানো হবে বলে জানান তিনি।