ইসরায়েলের লক্ষ্য খামেনির ‘চূড়ান্ত নির্মূল’, ট্রাম্প বলছেন ‘সামরিক হস্তক্ষেপ এখনো চিন্তায়’
ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ জানিয়েছেন, চলমান যুদ্ধে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ‘চূড়ান্তভাবে নির্মূল’ করা দেশটির অন্যতম লক্ষ্য। পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে মধ্যপ্রাচ্যে।
ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের মধ্য ও দক্ষিণাঞ্চলে চারটি স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় তেলআভিভ। আক্রান্ত স্থাপনাগুলোর মধ্যে সোরোকা হাসপাতালও রয়েছে। এদিকে, পাল্টা হামলায় ইসরায়েল আঘাত হেনেছে ইরানের আরাক হেভি ওয়াটার রিঅ্যাক্টরে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুক্তরাষ্ট্র এই মুহূর্তে সামরিক হস্তক্ষেপ নিয়ে চিন্তা-ভাবনা করছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত এখনো গৃহীত হয়নি।
এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমেরিকা যদি ইরানে হামলা চালায়, তাহলে তার পরিণতি হবে মারাত্মক ও অপূরণীয়।”
উভয় পক্ষের ক্রমবর্ধমান হামলায় প্রাণহানির সংখ্যাও আশঙ্কাজনকভাবে বাড়ছে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ইরানে প্রাণ হারিয়েছেন ২৪০ জনের বেশি, যাদের মধ্যে ৭০ জন নারী ও শিশু। অপরদিকে, ইরানি হামলায় ইসরায়েলে অন্তত ২৪ জন নিহত হয়েছেন।