ইরান-ইসরায়েল চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তুরস্ক তাদের সামরিক প্রস্তুতি ও সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। বার্তা সংস্থা Reuters কে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্র জানায়, বর্তমানে ইরান থেকে কোনো অস্বাভাবিক অভিবাসন প্রবাহ লক্ষ্য করা যায়নি।
সূত্রটি জানায়, তুরস্ক বর্তমানে নিজস্ব প্রযুক্তিতে তৈরি রাডার ও অস্ত্র ব্যবস্থার মাধ্যমে একটি বহুস্তর বিশিষ্ট ও সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলছে। এই ব্যবস্থার মূল লক্ষ্য হচ্ছে সম্ভাব্য যুদ্ধে প্রতিক্রিয়া জানানোর সক্ষমতা সর্বোচ্চ পর্যায়ে রাখা।
এছাড়াও, সূত্র জানায়, ইসরায়েল যখন ইরানে হামলা চালায় তখন তুরস্কের Quick Reaction Alert (দ্রুত প্রতিক্রিয়া সক্ষম) বিমানগুলো আকাশে উড্ডয়ন করে। সম্ভাব্য আকাশসীমা লঙ্ঘনের আশঙ্কায় তারা সীমান্ত এলাকায় টহল অব্যাহত রেখেছে।
তুরস্ক এখনো সরাসরি এই সংঘাতে জড়ায়নি, তবে সীমান্তবর্তী অঞ্চলের স্থিতিশীলতা ও আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় দেশটি সতর্ক অবস্থানে রয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।