ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, তেহরান কখনোই জায়নবাদী রাষ্ট্র ইসরাইলের সঙ্গে আপস করবে না। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে তিনি এই বক্তব্য তুলে ধরেন।
এক পোস্টে তিনি স্পষ্ট ভাষায় লেখেন, “আমরা জায়নবাদীদের প্রতি কোনো দয়া দেখাব না।” অন্য একটি পোস্টে তার সংক্ষিপ্ত ঘোষণা, “যুদ্ধ শুরু হলো।” খামেনির এসব মন্তব্য তার একাধিক ভাষায় পরিচালিত এক্স অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে।
এই প্রতিক্রিয়া এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ঘিরে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেন। নিজের প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প ইঙ্গিত করে লেখেন, “আমরা জানি তথাকথিত ‘সর্বোচ্চ নেতা’ কোথায় লুকিয়ে আছেন। তিনি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু এখনই তাকে বের করে (হত্যা!) আনছি না।”
ট্রাম্প আরও বলেন, “আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমাদের সেনারা ক্ষেপণাস্ত্রের শিকার হোক। আমাদের ধৈর্য ক্রমেই হ্রাস পাচ্ছে।”
এর ঠিক আগের আরেকটি পোস্টে ট্রাম্প দাবি করেন, “ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে।” আর তৃতীয় এক পোস্টে সরাসরি আহ্বান জানান, “নিঃশর্ত আত্মসমর্পণ!”
বিশ্লেষকদের মতে, ইরান-ইসরাইল উত্তেজনার পরিপ্রেক্ষিতে এই পাল্টাপাল্টি বার্তা মধ্যপ্রাচ্যে নতুন করে অস্থিরতা সৃষ্টি করতে পারে।