ইসরায়েলের দাবি: ইরান রাতভর ১০টির কম ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে
মধ্যরাত ও ভোররাতে তিন দফায় ইরান থেকে ইসরায়েলের দিকে ১০টিরও কম ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্রগুলো স্থানীয় সময় রাত ১২টা, ভোর ৩:৩০ ও ৪:৩০টায় কেন্দ্রীয় ও উত্তর ইসরায়েলের দিকে ছোড়া হয়। তবে শহর এলাকায় কোনো ক্ষেপণাস্ত্র আঘাত হানেনি এবং কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
এ ঘটনায় এখনো ইরানের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এই হামলা, যদি নিশ্চিত হয়, তাহলে এটি হবে বিগত তিন রাতের তুলনায় একটি ব্যাপকভাবে কম মাত্রার আক্রমণ। এর আগে ইরান থেকে একাধিক দফায় ডজনখানেক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের কৌশলগত স্থাপনায় আঘাত হানা হয় এবং কমপক্ষে ২৪ জন নিহত হন।
সূত্র- আলজাজিরা