আন্তর্জাতিক ডেস্ক;
মধ্যপ্রাচ্যে নতুন করে চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘর্ষে। আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হচ্ছে, ইরান একযোগে ইসরায়েলের বিভিন্ন স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। লক্ষ্যবস্তু ছিল হাইফা ও তেলআবিবসহ কয়েকটি গুরুত্বপূর্ণ শহর। হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির জরুরি সেবা সংস্থাগুলো।
এর আগে ইসরায়েল ইরানের বিভিন্ন স্থানে, বিশেষ করে তেহরানের শেহরান তেল স্থাপনায় হামলা চালায়, যেখানে ব্যাপক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা ইরানের পরমাণু অস্ত্র সংশ্লিষ্ট স্থাপনাগুলোতে আঘাত করেছে।
ইরানি গণমাধ্যম বলছে, গত দুই দিনে ইসরায়েলের হামলায় অন্তত ৮০ জন নিহত এবং আরও ৮০০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ২০ জন শিশু রয়েছে বলে জানানো হয়েছে।
এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যৌথভাবে এই সংঘর্ষ অবসানের আহ্বান জানিয়েছেন।
এদিকে চলমান উত্তেজনার প্রেক্ষিতে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত ষষ্ঠ দফা পারমাণবিক আলোচনা বাতিল করেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেন, “ইসরায়েলের অব্যাহত হামলার প্রেক্ষিতে এই আলোচনার আর কোনো যৌক্তিকতা নেই।”