আন্তর্জাতিক ডেস্ক;
গাজার দক্ষিণে আটা বিতরণের স্থানে ইসরায়েলি হামলায় নিহত অন্তত পাঁচ, আহত ৫০
গাজার দক্ষিণাঞ্চলে একটি ট্রাকে আটা বিতরণের সময় জড়ো হওয়া মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৫০ জন।
এদিকে, গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে একটি পারিবারিক বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ৫০ জন নিহত বা নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। আল জাজিরাকে তারা বলেন, “ইসরায়েলি সেনাবাহিনী যেন মনোরঞ্জনের জন্য বেসামরিক মানুষ হত্যা করছে।”
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস গাজায় চলমান সংকটকে “এই নির্মম যুদ্ধের সবচেয়ে নিষ্ঠুর ধাপ” বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, “যেখানে মানুষ অনাহারে দিন পার করছে, সেখানে ইসরায়েল যেন এক চামচ সাহায্য ঢুকতে দিচ্ছে — আর উত্তরের অবরুদ্ধ অংশে তো কোনো সহায়তাই পৌঁছায়নি।”
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত অন্তত ৫৩,৯০১ ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন ১,২২,৫৯৩ জন। অন্যদিকে, গাজা সরকার পরিচালিত মিডিয়া অফিস বলেছে, মৃতের সংখ্যা বেড়ে ৬১,৭০০ ছাড়িয়েছে, কারণ ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা বহু মানুষ এখনও নিখোঁজ এবং তারা মৃত বলেই ধারণা করা হচ্ছে।
অন্যদিকে, গত ৭ অক্টোবর ২০২৩ সালে হামাসের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন নিহত হন এবং ২০০-র বেশি মানুষকে জিম্মি করা হয়।
সূত্র- আলজাজিরা