কাশ্মির-হামলা peoplesnewsusbd

কাশ্মীরের পহেলগাম হামলায় স্বামীকে হারানো ঐশান্যার কান্না

কাশ্মীরের পহেলগাম হামলায় স্বামীকে হারানো ঐশান্যার কান্না: “সরকার আমাদের অনাথের মতো ফেলে রেখেছিল”

কাশ্মীরের পহেলগামের বৈসারণ উপত্যকায় সম্প্রতি সন্ত্রাসী হামলায় নিহত শুভম দ্বিবেদীর স্ত্রী ঐশান্যা দ্বিবেদী এখনও ভেঙে পড়া অবস্থায় আছেন। তার চোখের সামনেই স্বামীকে হত্যা করা হয়—এই মর্মান্তিক দৃশ্য এখনো তাকে তাড়িয়ে বেড়াচ্ছে।

শুভমের মৃত্যুর পর পরিবারের শোক যেন ভাষায় প্রকাশ করার নয়। বাড়িভর্তি মানুষ থাকলেও এক কোণে নিঃশব্দে বসে ছিলেন ঐশান্যা। গভীর শোক আর হতাশায় নিমগ্ন তিনি।

৩১ বছর বয়সী শুভম কানপুর থেকে স্ত্রী ঐশান্যাকে নিয়ে পহেলগামে ঘুরতে গিয়েছিলেন। কিন্তু ২২ এপ্রিল বৈসারণ উপত্যকায় চালানো ভয়াবহ সন্ত্রাসী হামলায় তিনি নিহত হন। হামলায় নিহত হন আরও ২৫ জন পর্যটক।

ভয়ংকর সেই ঘটনার কথা মনে করে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ঐশান্যা বলেন,
“আমাদের দেশ, আমাদের সরকার আমাদের ওখানে অনাথের মতো ছেড়ে দিয়েছিল। যাদের ওপর ভরসা করে আমরা ঘুরতে গিয়েছিলাম, তারা সেই মুহূর্তে ওখানে ছিল না।”

তিনি আরও বলেন,
“ঘরের ভেতরে বাবা-মা আমাদের রক্ষা করতে পারেন, কিন্তু ঘরের বাইরে আমাদের রক্ষা করার দায়িত্ব সরকারের। অথচ সেখানে কোনো নিরাপত্তারক্ষী, কোনো জওয়ানই ছিল না।”

এই ঘটনার পর ভারতজুড়ে নিরাপত্তা ব্যবস্থা ও পর্যটক সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে। নিহতদের পরিবারের সদস্যরা সরকারের কাছে জবাবদিহি ও দোষীদের শাস্তির দাবি জানাচ্ছেন।

সূত্র- বিবিসি হিন্দি

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top