আন্তর্জাতিক ডেস্ক;
কাশ্মিরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা নতুন মাত্রায় পৌঁছেছে। পাকিস্তানের গোয়েন্দা সংস্থার বরাত দিয়ে দেশটির তথ্যমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ভারত সীমান্তে সামরিক অভিযান চালাতে পারে বলে আশঙ্কা রয়েছে।
এ প্রেক্ষাপটে কাশ্মির সীমান্তে ভারতীয় বিমান বাহিনীর (IAF) চারটি রাফাল যুদ্ধবিমান টহল দেয়। পাকিস্তানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম পিটিভি নিউজের দাবি, ভারতের ওই যুদ্ধবিমানগুলো নিয়ন্ত্রণ রেখা (LoC) অতিক্রম না করলেও পাকিস্তান বিমান বাহিনীর (PAF) যুদ্ধবিমান এফ-১৬ এর উপস্থিতি টের পেয়ে তারা আকাশসীমা ত্যাগ করে।
পাকিস্তানি নিরাপত্তা সূত্র জানায়, PAF তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমান শনাক্ত করে প্রতিরক্ষা প্রস্তুতি নেয়, যার ফলে IAF এর বিমানগুলো এলাকা ত্যাগে বাধ্য হয়।
পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক সংবাদ সম্মেলনে বলেন, “আমাদের হাতে বিশ্বস্ত গোয়েন্দা তথ্য রয়েছে যে, ভারত আগামী এক থেকে দেড় দিনের মধ্যে একটি সামরিক অভিযান চালাতে পারে। আমরা সতর্ক এবং প্রস্তুত আছি।”
তবে ভারতীয় কর্তৃপক্ষ এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, দুই পারমাণবিক শক্তিধর দেশের মধ্যে এ ধরনের সামরিক উত্তেজনা আন্তর্জাতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।
তথ্যসূত্র: দ্য ডন, দ্য এক্সপ্রেস ট্রিবিউন, পিটিভি নিউজ