ঢাকা প্রতিনিধি;
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র নির্বাচিত হয়েছেন বিএনপি নেতা প্রকৌশলী ইশরাক হোসেন। নির্বাচন কমিশন (ইসি) রোববার রাতে গেজেট প্রকাশ করে তার নিয়োগ চূড়ান্ত করে। আদালতের নির্দেশনা ও আইন মন্ত্রণালয়ের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে অনিয়মের অভিযোগে ইশরাক মামলা করেন এবং আদালত ফলাফল বাতিল করে তাকে জয়ী ঘোষণা করে। ইশরাক প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে। এর মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণের পথে এগিয়ে গেলেন।