আন্তর্জাতিক ডেস্ক;
ইসরায়েলের চলমান সামরিক অভিযানে শুক্রবার গাজা উপত্যকায় অন্তত ৬০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। ধ্বংসযজ্ঞের শিকার হয়েছে একাধিক আবাসিক ভবন, যেখানে একেকটি পরিবারের সকল সদস্য নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়।
খবরে বলা হয়, রাতভর বোমাবর্ষণের ফলে দক্ষিণ গাজার রাফা এবং খান ইউনিস এলাকায় ভয়াবহ ক্ষয়ক্ষতি হয়েছে। হামলার লক্ষ্যবস্তুতে ছিল ঘনবসতিপূর্ণ আবাসিক ভবন, যেখানে শিশু ও নারীদের মৃত্যু মর্মান্তিকভাবে বেড়ে গেছে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, শুধু গত ২৪ ঘণ্টায় নিহতদের মধ্যে প্রায় অর্ধেকই শিশু ও নারী। ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মানুষ আটকে পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে।
এই হামলার নিন্দা জানিয়ে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার সংগঠনগুলো বলছে, বেসামরিক মানুষজনকে লক্ষ্য করে হামলা আন্তর্জাতিক আইন ও মানবতার বিরুদ্ধে একটি স্পষ্ট লঙ্ঘন।
এদিকে ইসরায়েলি বাহিনী দাবি করেছে, তারা হামাসের সামরিক অবকাঠামো লক্ষ্য করেই অভিযান চালাচ্ছে, যদিও বাস্তবে অধিকাংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ নাগরিক।
মানবাধিকার কর্মীরা জানান, গাজায় খাদ্য, পানি, ওষুধসহ প্রয়োজনীয় পণ্য ঘাটতি চরম আকার ধারণ করেছে। চিকিৎসাসেবা কার্যত অচল হয়ে পড়েছে এবং বিশৃঙ্খলা বেড়েই চলেছে।
গণহত্যার আশঙ্কায় নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে চাপ তৈরি হলেও এখনও পর্যন্ত কোন কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।