আন্তর্জাতিক ডেস্ক;
কাশ্মীরের পাহালগামে পর্যটকদের ওপর হামলার ঘটনার পর ভারতের সঙ্গে কূটনৈতিক উত্তেজনা তীব্র হচ্ছে। বৃহস্পতিবার পাকিস্তান সরকার এক বিবৃতিতে ভারতের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক ব্যবস্থা’ গ্রহণের ঘোষণা দিয়েছে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোমিনা জেহরা জানান, ভারতের ‘অভিযোগ-ভিত্তিহীন’ বক্তব্য ও সাম্প্রতিক রাজনৈতিক অবস্থান পুরো অঞ্চলের স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলছে। তিনি বলেন, “আমরা ভারতের ভিত্তিহীন দাবি প্রত্যাখ্যান করছি এবং পাকিস্তানের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় প্রতিক্রিয়া জানানো হবে।”
এর আগে ভারত পাকিস্তানি হাইকমিশনারকে ডেকে কাশ্মীরের পর্যটক হত্যার জন্য পাকিস্তানকে দায়ী করে প্রতিবাদ জানায়। ভারত দাবি করে, পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসীরা এই হামলার সঙ্গে জড়িত। যদিও পাকিস্তান এই দাবি সরাসরি অস্বীকার করে এবং ভারতের ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আচরণ’ হিসেবে আখ্যা দেয়।
পাকিস্তান সরকার জানায়, তারা কূটনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে ভারতের বিরুদ্ধে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে, যার মধ্যে রয়েছে কয়েকটি চলমান বাণিজ্যিক প্রকল্প স্থগিতকরণ ও হাই-কমিশনার পর্যায়ে আনুষ্ঠানিক যোগাযোগ সীমিত করা।
বিশ্লেষকদের মতে, দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে, যেখানে পারমাণবিক শক্তিধর এই প্রতিবেশী দুই দেশের মধ্যে সামান্য উসকানিই বড় ধরনের সংঘর্ষে রূপ নিতে পারে।