ঢাকা প্রতিনিধি;
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “পহেলা বৈশাখে জাতির প্রধান আকাঙ্ক্ষা হচ্ছে দ্রুত ভোটাধিকার পুনরুদ্ধার।”
তিনি অভিযোগ করে বলেন, “ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের মানুষের ভোটাধিকারসহ সকল অধিকার হরণ করে কর্তৃত্ববাদ প্রতিষ্ঠা করেছে।”
মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর পরিবাগের সংস্কৃতি বিকাশ কেন্দ্রে ‘সতীর্থ স্বজন’ আয়োজিত এক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, “১৫ বছরের শাসনামলে পরিকল্পিতভাবে দেশের সংস্কৃতিকে ভিন্ন পথে প্রবাহিত করার চেষ্টা হয়েছে। এমনকি পহেলা বৈশাখের মতো জাতীয় উৎসবেও মুখোশের আড়ালে নেত্রীর বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে।”
তিনি বলেন, “আমাদের দীর্ঘ ১৬ বছরের গণতান্ত্রিক লড়াই কোনোভাবে ব্যাহত করা যাবে না। সংস্কার মানেই গণতন্ত্রের বহমানতা, কিন্তু আজ যারা ভোটাধিকারহীন গণতন্ত্রে সংস্কারের কথা বলেন, তারা বিভ্রান্তিকর বার্তা দিচ্ছেন।”
ছাত্র আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, “কারাগারে থেকেও শুনি— এক ছাত্র গুলিতে পড়ে গেলে আরেকজন সামনে এসে দাঁড়ায়। এই তারুণ্য দেশের আশা।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. নুরুল ইসলাম, খ্যাতিমান কবি রেজা স্টালিন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাহবুব ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি ডা. জাহিদুল কবির প্রমুখ।
ছাত্রদলের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়াল বলেন, “এই বৈশাখ হোক সম্মান ও শ্রদ্ধাবোধের বৈশাখ, হোক একটি ফ্যাসিস্ট-মুক্ত বাংলার প্রত্যাশার প্রতীক।”