ঢাকা প্রতিনিধি;
বাংলা নববর্ষ উপলক্ষে সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন র্যাবের মহাপরিচালক একেএম শহিদুর রহমান। তিনি জানান, নববর্ষ উদযাপনকে কেন্দ্র করে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে র্যাব সদস্যরা প্রস্তুত রয়েছে।
র্যাবের মহাপরিচালক বলেন, “নববর্ষের অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সারাদেশে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি। র্যাব সদস্যরা মাঠে রয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি চালানো হচ্ছে।”
তিনি আরও জানান, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র্যাব সবসময় প্রস্তুত। নববর্ষ উদযাপন যাতে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছি।”
নববর্ষ উপলক্ষে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে র্যাবের টহল ও চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া, গুরুত্বপূর্ণ স্থানে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নজরদারি বাড়ানো হয়েছে।