স্পোর্টস ডেস্ক |
লিভারপুল ফরোয়ার্ড মোহামেদ সালাহ’র সঙ্গে নতুন চুক্তি নিয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে জানা গেছে। চুক্তি এখনও চূড়ান্ত না হলেও ক্লাব ও সালাহ’র প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলছে, এবং দুই পক্ষই একটি সমঝোতার দিকে এগোচ্ছে।
মিশরীয় এই তারকা ফুটবলারের বর্তমান চুক্তি এই মৌসুমের শেষে শেষ হয়ে যাবে। তার ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তা ছিল, বিশেষ করে সৌদি আরবের কয়েকটি ক্লাব তার প্রতি আগ্রহ প্রকাশ করায়। তবে সাম্প্রতিক অগ্রগতিতে লিভারপুল আশাবাদী যে সালাহ ক্লাবেই থেকে যাবেন।
২০১৭ সালে ক্লাবে যোগ দেওয়ার পর থেকেই সালাহ লিভারপুলের জন্য অপরিহার্য এক খেলোয়াড়ে পরিণত হয়েছেন। চলতি মৌসুমেও ক্লাবের শিরোপা লড়াইয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন তিনি—সব প্রতিযোগিতা মিলিয়ে করেছেন ৩২টি গোল।
এদিকে, অধিনায়ক ভার্জিল ভ্যান ডাইকও নিজের চুক্তি নবায়নের বিষয়ে ইতিবাচক বার্তা দিয়েছেন। তার চুক্তিও চলতি মৌসুম শেষে শেষ হওয়ার কথা। এক সাক্ষাৎকারে তিনি বলেন:
“অগ্রগতি হয়েছে, হ্যাঁ। তবে এসব আলোচনা ক্লাবের অভ্যন্তরীণ বিষয়। আমি ক্লাবকে ভালোবাসি, সমর্থকদের ভালোবাসি। ফুলহ্যামের বিপক্ষে ম্যাচেও তারা আমাদের পাশে ছিল।”
তবে কিছুটা অনিশ্চয়তা রয়েছে ডিফেন্ডার ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ডকে ঘিরে। জানা গেছে, তিনি ফ্রি ট্রান্সফার চুক্তিতে স্পেনে রিয়াল মাদ্রিদের সঙ্গে আলোচনায় রয়েছেন।
সালাহ ও ডাইক চুক্তি নবায়ন করলে তা লিভারপুলের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় ইতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করছেন বিশ্লেষকরা।