রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারির নামে মিথ্যা সংবাদ প্রচার

নিউইয়র্ক প্রতিনিধি:
গত ৪ই এপ্রিল শুক্রবার মেক্সিকোর বাংলাদেশ মান্যবর রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারির সৌজন্যে নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জনাব নাজমুল হূদার তত্ত্বাবধানে ঈদমিলনী ও মতবিনিময় অনুষ্ঠান আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন নিউইয়র্কের বসবাসরত বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানটি স্থানীয় বিভিন্ন টিভি চ্যানেলে লাইভ সম্প্রচার করা হয়। অনুষ্ঠানের পারম্ভিকে উপস্থাপকের ভূমিকায় জনাব কনস্যুলেট জেনারেল নাজমুল হূদা তার আমন্ত্রনে মুশফিকুল ফজল আনসারির উপস্থিতির জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। উপস্থিত সকলে তাদের নিজস্ব মতামত উপস্থাপন করেন।

কিন্তু পরদিন sahed sathee নামক একটি ফেইজ থেকে “প্রভাব খাটিয়ে কনস্যুলেটে বিএনপির সভায় মেক্সিকোর রাষ্ট্রদূত” নামে একটি মিথ্যা সংবাদ প্রচার করা হয়।অনুসন্ধানে জানা যায় যা সম্পূর্ন মিথ্যাচার। যেহেতু কনস্যুলেট জেনারেল নিজে অনুষ্ঠানটি আয়োজন করেছেন তাই প্রভাব খাটানো অভিযোগটি মিথ্যা প্রমাণ হয়।আর কয়েকজন ব্যাক্তির সাথে কথা বলে জানা যায় উক্ত অনুষ্ঠানে বিএনপির লোক ব্যতীত আরও অনেক লোক ছিলেন। যেমন নিউইয়র্কের ডিস্ট্রিক্ট জর্জ সাইদ সোমা ,এটর্নি জেনারেল মইন চৌধুরীর সহ অন্যান্য পেশাজীবী লোকজন ছিলেন। তাই প্রকাশিত সংবাদটি সম্পূর্ন ভূয়া। জৈনক ব্যাক্তি বলেন ঐ লোকটি নিজের ফেইজে ভিউ পাওয়ার জন্য এমন মিথ্যাচার করেছেন। আরেকজন জানান ঐ লোক স্বৈরাচার হাসিনার লোক তাই এসব মিথ্যা প্রচার করছেন।

যাহোক এই সংবাদটি সম্পূর্ন রুপে ফেইক ও মেক্সিকোর বাংলাদেশ রাষ্ট্রদূত জনাব মুশফিকুল ফজল আনসারির সন্মান ক্ষুন্ন করার অসৎ উদ্দেশ্য এমন মিথ্যাচার করা হয়েছে।তাই এসব মিথ্যা সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ জনগণকে বিশেষ অনুরোধ করা হল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top