শবেবরাত উপলক্ষে বেশি দামে মাংস বিক্রি করায় জরিমানা

পবিত্র শবেবরাত উপলক্ষ্যে গরু, খাসি, মুরগি অতিরিক্ত দামে বিক্রি ও মূল্য তালিকা না থাকায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে ৭টি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভোক্তা অধিকার। একইসঙ্গে অপর ব্যবসায়ীদের মৌখিকভাবে সতর্ক করা হয়।

 

মঙ্গলবার দুপুরে ভোক্তা অধিকার সহকারী পরিচালক নোয়াখালীর কাউসার মিঞার নেতৃত্বে এ অভিযান চালানো পরিচালনা করা হয়। অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর এবং চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা।

 

অভিযান সূত্রে জানা যায়, পবিত্র শবে বরাতকে কেন্দ্র করে জেলার প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনীতে অতিরিক্ত দামে মাংস বিক্রির অভিযোগ পেয়ে দুপুরে অভিযান চালানো হয়। অভিযানের সময় বাজারের গোলবাড়িয়া রোডে ক্রেতাদের কাছ থেকে ৭০০ টাকার গরুর মাংস ৭৫০ টাকা এবং অন্য সব মাংসর মূল্য তালিকা থেকে অতিরিক্ত দাম নেওয়ায় শাহজাহান ব্রয়লারকে ৩ হাজার টাকা, রনি মাংসের দোকানকে ১ হাজার, আবদুর রব এন্ড সন্সকে ১ হাজার, হাজী সফি উল্যাহ এন্ড আদার্সকে ১ হাজার, ফাতেমা পোল্ট্রিকে ২ হাজার, নুরুল ইসলাম মাংসের দোকানকে ১ হাজার এবং জান্নাত ব্রয়লারকে ১ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

ভোক্তা অধিকার সহকারী পরিচালক নোয়াখালীর কাউসার মিঞা বলেন, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা মূল্য তালিকা লুকিয়ে রেখে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত দামে মাংস বিক্রি করেছিল। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top