বাংলাদেশে ভারি বর্ষণ ও উজানের ঢলে ব্যাপক বন্যা: বিপর্যস্ত জনজীবন, সতর্কতা জারি
মৌসুমি বায়ু সক্রিয় থাকায় সারাদেশে গত কয়েকদিন ধরে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর সঙ্গে উজানের ঢলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পাহাড়ি ঢল এবং টানা বর্ষণে ফেনী, কক্সবাজার, চট্টগ্রামসহ বেশ কয়েকটি জেলার নদ-নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।