গাজায় যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে গত ২৪ ঘণ্টায় দ্বিতীয় দফা বৈঠক শেষেও কোনো অগ্রগতি হয়নি। এদিকে ইসরায়েলি বাহিনী গাজায় অব্যাহত হামলা চালিয়ে একটি শরণার্থী শিবিরে আঘাত হেনেছে, যাতে গতকাল অন্তত ৯৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।
ট্রাম্প-নেতানিয়াহু বৈঠকে যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে আলোচনা হলেও কোনো চুক্তি হয়নি। উভয় নেতা “অগ্রগতি হচ্ছে” বলে মন্তব্য করলেও হামাস সূত্রে জানানো হয়েছে, ইসরায়েলের প্রস্তাব “অগ্রহণযোগ্য”।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত ৫৭,৫৭৫ জন নিহত ও ১,৩৬,৮৭৯ জন আহত হয়েছেন। গত ৭ অক্টোবরের হামলায় ইসরায়েলে ১,১৩৯ জন প্রাণ হারান।
জাতিসংঘ সতর্ক করেছে, ইসরায়েলের অবরোধের কারণে গাজায় জ্বালানি সংকট “বিপজ্জনক পর্যায়ে” পৌঁছেছে, যা হাসপাতাল ও জীবনরক্ষাকারী সেবাকে বিপন্ন করছে।
আন্তর্জাতিক প্রতিক্রিয়া:
-জাতিসংঘ: মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস জরুরি মানবিক সহায়তা প্রবেশাধিকার দাবি করেছেন।
– মিশর ও কাতার: নতুন করে মধ্যস্থতা প্রক্রিয়া জোরদারের চেষ্টা চলছে।
গাজার ৮৫% জনগণ বাস্তুচ্যুত হয়েছে এবং দুর্ভিক্ষের ঝুঁকি তৈরি হয়েছে বলে সতর্ক করেছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)।