২০২৬ সালের জুলাইয়ে পূর্ণাঙ্গ চালু হচ্ছে পায়রা সমুদ্র বন্দর: চেয়ারম্যান

দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা ২০২৬ সালের জুলাই মাস থেকে পুরোপুরি চালু হবে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল। বন্দর নির্মাণ ও পরিচালনা-সংক্রান্ত বিভিন্ন উন্নয়ন কাজ এ লক্ষ্যে এগিয়ে চলেছে বলে তিনি জানান।

বুধবার সকাল সাড়ে দশটায় টার্মিনাল পরিচালনা ভবনে অংশীজনদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভায় পায়রা বন্দরের উন্নয়ন অগ্রগতি, সম্ভাবনা এবং অপারেশনাল কার্যক্রম নিয়ে আলোচনা হয়।

চেয়ারম্যান বলেন, “প্রথম জেটি নির্মাণ এবং জাহাজ হ্যান্ডলিংয়ের প্রাথমিক সুবিধাদি প্রস্তুতির শেষ ধাপে রয়েছে। টার্মিনালের সঙ্গে সংযুক্ত সড়ক ও সেতুর নির্মাণ কাজ শেষ হলে পূর্ণাঙ্গ টার্মিনাল চালু করা হবে।”

তিনি আরও জানান, পূর্ণাঙ্গ অপারেশন শুরু না হলেও বন্দর ইতোমধ্যে ৫২৯টি বিদেশি জাহাজ ও ৩৪২৬টি দেশীয় লাইটার জাহাজ সফলভাবে হ্যান্ডেল করেছে। এর মাধ্যমে সরকার প্রায় ২ হাজার ৭৯ কোটি টাকার রাজস্ব আয় করেছে।

সভায় বক্তব্য দেন মোংলা, পায়রা, পানগাঁও ও ল্যান্ড পোর্টের পরিচালক সুমন হাওলাদার, ফেডারেশন অব সি অ্যান্ড এফ এজেন্টসের সভাপতি মো. মিজানুর রহমান, বাংলাদেশ শিপিং এজেন্ট অ্যাসোসিয়েশনের পরিচালক মামুনুর রশিদ এবং কলাপাড়া প্রেসক্লাবের আহ্বায়ক হুমায়ুন কবির।

সভায় বন্দর কর্মকর্তা, সংশ্লিষ্ট বিভিন্ন সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী, বন্দর ব্যবহারকারী, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এসময় পায়রা বন্দরের বিভিন্ন উন্নয়ন কার্যক্রম নিয়ে একটি ভিডিও চিত্র প্রদর্শন করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top