বাংলাদেশে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে চালু হলো গুগলের ডিজিটাল অর্থ লেনদেন সেবা গুগল ওয়ালেট, যা সাধারণভাবে পরিচিত গুগল পে নামে। সিটি ব্যাংক পিএলসি, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সম্মিলিত উদ্যোগে এই সুবিধা এখন থেকে দেশের ব্যবহারকারীরা উপভোগ করতে পারবেন।
মঙ্গলবার ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত উদ্বোধনী আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মাসরুর আরেফিন, গুগল পেমেন্টসের গ্রুপ প্রোডাক্ট ম্যানেজার শাম্মী কুদ্দুস, মাস্টারকার্ড বাংলাদেশের প্রধান সৈয়দ মোহাম্মদ কামাল এবং ভিসা বাংলাদেশের প্রধান সাব্বির আহম্মেদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিজিটাল লেনদেনে নতুন মাত্রা
গুগল ওয়ালেটের মাধ্যমে সিটি ব্যাংকের গ্রাহকেরা তাঁদের মাস্টারকার্ড বা ভিসা কার্ড সংযুক্ত করে স্মার্টফোনের মাধ্যমে নিরাপদ ও স্পর্শবিহীন লেনদেন করতে পারবেন। ‘নিয়ার ফিল্ড কমিউনিকেশন (NFC)’ প্রযুক্তিসম্পন্ন পস টার্মিনালে ফোন স্পর্শ করেই দেশে-বিদেশে কেনাকাটা ও বিভিন্ন সেবা নেওয়া যাবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, “ডিজিটাল লেনদেনের মাধ্যমে আর্থিক স্বচ্ছতা ও অন্তর্ভুক্তি নিশ্চিত হয়। আমরা একটি নগদহীন সমাজ গড়তে চাই, যেখানে প্রযুক্তি হবে চালিকাশক্তি।”
মানিব্যাগ থেকে স্মার্টফোনে লেনদেন
সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, “আজ থেকে আমরা সত্যিকারের অর্থে একটি ডিজিটাল লেনদেন সক্ষম দেশের তালিকায় যুক্ত হলাম। গুগল পে আমাদের জন্য বৈশ্বিক দরজা খুলে দিচ্ছে। গ্রাহকের কাছে থাকা ফোনই এখন হয়ে উঠবে ওয়ালেট।”
তিনি আরও বলেন, “আমাদের রপ্তানি আয় ও প্রবাসী আয় বৃদ্ধি পাচ্ছে। আর্থিক খাতকে আরও শক্তিশালী করতে সরকার ও ব্যাংক খাতের বিভিন্ন উদ্যোগ ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে, যার একটি গুরুত্বপূর্ণ সংযোজন হলো গুগল পে।”