জাতিসংঘের গুমবিষয়ক প্রতিনিধি দল ঢাকায়, শুরু হয়েছে পর্যবেক্ষণ

বাংলাদেশে সংঘটিত গুমের ঘটনার তদন্ত ও পর্যালোচনার লক্ষ্যে জাতিসংঘের মানবাধিকার পরিষদের গুমবিষয়ক ওয়ার্কিং গ্রুপ অন এনফোর্সড অর ইনভলান্টারি ডিজঅ্যাপিয়ারেন্স (WGEID)-এর দুই সদস্যের প্রতিনিধি দল ঢাকায় পৌঁছেছেন। রোববার (১৫ জুন) চার দিনের সফরে তাঁরা ঢাকায় আসেন।

প্রতিনিধি দলে রয়েছেন ওয়ার্কিং গ্রুপের ভাইস চেয়ার গ্রাজিনা বারানোস্কা এবং সদস্য আনা লোরেনা ডেলগাদিলো পেরেজ। তাঁরা ১৮ জুন ঢাকা ছাড়বেন।

সূত্র জানায়, এই সফরের লক্ষ্য সরাসরি তদন্ত নয়; বরং গুমসংক্রান্ত বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে পরবর্তী সুপারিশ তৈরি করা।

প্রতিনিধি দলটি ঢাকায় অবস্থানকালে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব, আইনশৃঙ্খলা বাহিনী, গুমবিষয়ক জাতীয় কমিশন ও ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে বৈঠক করবেন। এছাড়া নীতিনির্ধারণী পর্যায়ের আলোচনাতেও অংশ নেওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, জাতিসংঘের এই ওয়ার্কিং গ্রুপ ২০১৩ সাল থেকে একাধিকবার বাংলাদেশ সফরের অনুমতির জন্য সরকারের কাছে অনুরোধ জানিয়ে আসছিল। ২০২০ সালের ২৪ এপ্রিল সর্বশেষ অনুরোধ করা হলেও তৎকালীন সরকার তা আমলে নেয়নি। অবশেষে বর্তমান অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে এই প্রথমবারের মতো তারা বাংলাদেশ সফরে এলেন।

মানবাধিকার সংশ্লিষ্ট মহলে এই সফরকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। আশা করা হচ্ছে, এতে গুমের মতো গুরুতর মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে আন্তর্জাতিক সংলাপ ও স্বচ্ছতা বৃদ্ধির পথ সুগম হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top